ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূজার সঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
পূজার সঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলন পূজা ও মিলন

এক দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তবে সিনেমার গানে প্রথমবার কণ্ঠ দেন গত বছর সেপ্টেম্বরে।

এরপর থেকে নিয়মিতই প্লেব্যাকে পাওয়া যাচ্ছে তাকে।  

সম্প্রতি বরেণ্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন মিলন। এতে তিনি কণ্ঠ মিলিয়েছেন বাঁধন সরকার পূজার সঙ্গে। অডিওতে এই জুটির বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই ঝলক দেখা যাবে সিনেমায়।  

অনন্যা ভৌমিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব।

প্লেব্যাক প্রসঙ্গে মিলন বলেন, অল্পদিনের মধ্যেই বেশ কয়টি সিনেমার গান করলাম। সামনে আরও কিছু গানে কণ্ঠ দেবো। এবারের গানটি দারুণ মিষ্টি ও রোমান্টিক। পূজা আপুর সঙ্গে আমার আগে থেকেই একটা ভালো বোঝাপড়া আছে। আশা করছি দারুণ কিছু হবে।  

সিনেমার গানে অন্যরকম একটা মজা আছে বলে জানান পূজা। এই গানটি শ্রোতারা বেশ মজা করে শুনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘি ও আসিফ ইমরোজকে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।