ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাটিতে বসে ভাপা পিঠা বানিয়ে দেখালেন ফারিয়া 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মাটিতে বসে ভাপা পিঠা বানিয়ে দেখালেন ফারিয়া  নুসরাত ফারিয়া

গ্ল্যামারস নায়িকা নুসরাত ফারিয়া যে বেশ সংসারী, নতুন করে জানলেন তার ভক্তরা। নিজ হাতে শীতের সবচেয়ে আকর্ষণীয় ভাপা পিঠা বানিয়ে পরিবারের সদস্যদের খাইয়ে চমকে দিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে পারিবারিক এক আয়োজনে মাটিতে বসে লাকড়ির চুলায় গ্রাম্য পরিবেশে ভাপা পিঠা বানিয়ে দেখান ‘আশিকী’খ্যাত এই অভিনেত্রী। তার ফেসবুকে সে মুহূর্তের ভিডিও প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।  

ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে বসে পিঠা বানাচ্ছেন ফারিয়া। ভিডিওতে তিনি বলেন, ‘শীতকাল প্রায় শেষের দিকে। পারিবারিক আয়োজনে আছি। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা সবাই মিলে সুন্দর পিঠা বানানোর চেষ্টা করছি’।

তবে ফারিয়া কোথায় ছিলেন ভিডিওতে সেটা উল্লেখ করেননি। তার পিঠা বানানোর ভিডিও ফেসবুকে প্রকাশের পর রীতিমত সেটা ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ ফারিয়ার হাতের পিঠা খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।  

এর আগে নিজ গ্রামে গিয়ে ভাপা বানিয়ে দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।  

 

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।