ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেমসকে ধন্যবাদ জানালেন জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
জেমসকে ধন্যবাদ জানালেন জয়া জয়া

শখের ফটোগ্রাফার রকস্টার জেমস অভিনেত্রী জয়া আহসানের একটি পোট্রেট তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি ফেসবুকে প্রকাশের পর ছবিটি ভাইরাল হয়ে যায়।


শনিবার (৩০ জানুয়ারি) ছবিটি নিজের পেজে পোস্ট করেছেন জয়া আহসান। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন জেমসকে।

ক্যাপশনে জয়া আহসান লেখেন, ‘একজন জীবন্ত কিংবদন্তির কাছ থেকে এমন দুর্দান্ত উপহার পেয়ে আমি আনন্দিত। আমাকে এত সুন্দর করে তুলে ধরা জন্য নগরবাউল জেমসকে অনেক ধন্যবাদ’।  

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রিয় এই ব্যান্ড তারকা জেমস তার ফেসবুক ওয়ালে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের ছবিটি প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভক্তরা শেয়ার করতে থাকে ছবিটি।  

ছবিতে জয়াকে দেখা যাচ্ছে ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ক্যামেরায়।  

ছবিটি প্রকাশের পর সবাই জয়া আহসানের দ্যুতির ও জেমসের ফটোগ্রাফির অনেক প্রশংসা করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।