ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাবিক হাবিবের কণ্ঠে ‘উড়ে যারে মুনিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
নাবিক হাবিবের কণ্ঠে ‘উড়ে যারে মুনিয়া’ হাবিব ও সিঁথি

শ্রোতা ও ভক্তদের জন্য ভালোবাসা দিবসে নতুন গান উপহার দিতে যাচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ‘উড়ে যারে মুনিয়া’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা।

সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে নতুন গানটির খবর জানালেন হাবিব নিজেই। ক্যাপশনে লেখেন, ‘কর্তব্য তাদের দূরে নিয়ে যায়। ভালোবাসা তাদের দূরে থেকেও বেঁধে রাখে। ওই নীরবে যারা ভালোবাসে, এই ভালোবাসা দিবস ওই স্পেশাল মানুষদের জন্য…’।

পোস্টারে দেখা যায় নাবিকের পোশাক গায়ে উদাসীন হাবিব। পেছনে প্রেমিকা সিঁথি! এতে বোঝাই যাচ্ছে গানের মতো ভিডিওতেও তাদের রসায়ন ফুটে উঠবে।

এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে তৈরি গানটি লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। গল্পনির্ভর ভিডিওটিও নির্মাণ করেছেন গীতিকবি নিজেই। আর সুর-সংগীত করেছেন হাবিব। ভিডিওর শুটিং হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজারে।

জানা যায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি গানচিত্রটি প্রকাশ পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।