ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের সিনেমায় দক্ষিণী তারকা কবির দুহান সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
বাংলাদেশের সিনেমায় দক্ষিণী তারকা কবির দুহান সিং কবির দুহান সিং

বাংলাদেশের 'নেত্রী: দ্য লিডার' সিনেমায় অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং। তিনি এর আগে কন্নড়, তামিল, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

 

বাংলাদেশি এ সিনেমাটি কবিরের ক্যারিয়ারের ৪০তম সিনেমা। নিজ দেশের বাইরে এটি তার প্রথম কাজ। বাংলাদেশি সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে কবিরকে। খুব শিগগিরই সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে কবির জানান, সিনেমাটির নাম 'নেত্রী: দ্য লিডার'। এটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ সিনেমা। ইরানি ভাষায়ও এটি মুক্তি পাবে। সিনেমাটির ৯৫ ভাগ শুটিং হবে তুরস্কে। কয়েকদিন ঢাকায় শুটিং হবে।  

কবির আরও জানিয়েছেন, 'নেত্রী: দ্য লিডার' সিনেমায় প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে। সিনেমাটিতে বাংলাদেশের পরিচালকের পাশাপাশি তুরস্কের পরিচালকও যুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।