ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন গানে ঝড় তুললেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নতুন গানে ঝড় তুললেন নোরা ফাতেহি

নতুন মিউজিক ভিডিওতে নাচ আর অভিনয়ে মুগ্ধ করলেন নোরা ফাতেহি।  বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৪) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে ছয় মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।

 

শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প ফুটে উঠেছে সাড়ে চার মিনিটের মিউজিক ভিডিও ‘ছোর দেঙ্গে’তে। নোরা ফাতেহি আশানুরূপভাবেই তার অনিন্দ্য নৃত্য দিয়ে দর্শকের মন ভরিয়ে তুলেছেন, একইসঙ্গে অভিনয় দক্ষতাও দেখিয়েছেন দারুণ। একটা বিয়োগান্তক প্রেমের গল্প আছে গানে। আছে প্রতারণা আর হৃদয় ভাঙার বেদনা। আর আছে কঠিন প্রতিশোধ। গানটির সকল কাহিনির তাৎপর্য ফুটে উঠেছে শেষভাগে কয়েক মুহূর্তের দৃশ্যে।  

গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ছোর দেঙ্গে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পরম্পরা ট্যান্ডন। মূল চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও ইহান ভাট। গানটির কথা লিখেছেন যোগেশ দুবে আর সংগীতায়োজন করেছেন সচেত-পরম্পরা।  

দেখুন নোরা ফাতেহির অনবদ্য পরিবেশনা:

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।