ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখকন্যার স্কার্ট পরে কোমর দুলিয়ে ভাইরাল শানায়া 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
শাহরুখকন্যার স্কার্ট পরে কোমর দুলিয়ে ভাইরাল শানায়া 

বলিউডের তারকা দম্পতি সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর নানা সময় থাকেন আলোচনায়। নাচের জন্য সামাজিকমাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বেলি ড্যান্সের ভিডিও প্রকাশ করেছেন এই স্টারকিড। যা প্রকাশের পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যার ক্যাপশনে শানায়া জানান, নাচের জন্য তার পরনের স্কার্টটি তিনি শাহরুখ খানের কন্যা সুহানা খানের কাছ থেকে ধার নিয়েছেন।

ভিডিও প্রকাশ করে শানায়া কাপুর লেখেন, ‘সঞ্জনা মথরেজার সঙ্গে কিছু অন্যরকম করার চেষ্টা। তোমার স্কার্টটা পরতে দেওয়ার জন্য ধন্যবাদ সুহানা’।

শানায়ার সঙ্গে সুহানার বন্ধুত্ব অনেক আগে থেকেই। তাদের দু’জনকে প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায়। তাই কাছের বন্ধুর স্কার্ট ধার করে পরতে দ্বিধা করলেন না তিনি।

ধারাবাহিকভাবে একের পর এক শানায়ার নাচের ভিডিও প্রকাশ বলিউডে তার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছেন কি? এমন প্রশ্ন অনুরাগীদের।

 

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।