ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্মাতা অমিতাভ রেজার পিতৃবিয়োগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
নির্মাতা অমিতাভ রেজার পিতৃবিয়োগ হারুন রেজা চৌধুরী ও অমিতাভ রেজা চৌধুরী

চলে গেলেন নন্দিত বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বাবা হারুন রেজা চৌধুরী। শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি বাংলানিউজকে অমিতাভ রেজা নিজেই নিশ্চিত করেছেন। তিনি তার বাবার আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

অমিতাভ রেজা আরও জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) বাদ যোহর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে তার বাবা হারুন রেজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

অমিতাভ রেজার পিতৃবিয়োগে শোবিজে তার সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।