ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত সুরিয়া, সুস্থতা কামনা ভক্তদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
করোনা আক্রান্ত সুরিয়া, সুস্থতা কামনা ভক্তদের সুরিয়া

গত বছর দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির বহু তারকা করোনা আক্রান্ত হয়েছেন। সে তালিকায় রয়েছেন তেলেগু সুপারস্টার রাম চরণ, বরুণ তেজা, অভিনেত্রী রাকুল প্রীত সিংও।

যদিও তারা সবাই ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন ভালো আছেন।

এদিকে সম্প্রতি এই মহামারিতে আক্রান্ত হয়েছেন তামিল অভিনেতা সুরিয়া। রোববার (০৮ ফেব্রুয়ারি) এই তারকা নিজেই করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

তিনি লেখেন, আমি করোনার সংক্রমণে ভুগছি এবং চিকিৎসা নিচ্ছি। আমরা সবাই জানি যে জীবন এখনও কারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।  নিবেদিত চিকিৎসকদের প্রতি অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই।  

খবরটি প্রকাশের পর সুরিয়ার উদ্বিগ্ন ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার সুস্থতা চেয়ে হাজার হাজার ভক্ত কমেন্ট করেছেন এবং পোস্ট করছেন। হ্যাশ ট্যাগ দিয়ে টুইটারে তার জন্য অনেকে প্রার্থনা করতে বলছেন। এতে করে টুইটারে টপ ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন সুরিয়া।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।