ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৃতীয় সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী লিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
তৃতীয় সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী লিসা লিসা হ্যাডন ও তার পরিবার

ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী লিসা হ্যাডন। তিনি ও তার স্বামী ডিনো লালবাণী তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সুখবরটি লিসা নিজেই জানিয়েছেন।

এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে জানান, তিনি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এবং প্রথমবারের মতো তিনি কন্যা সন্তানের জন্ম দেবেন। এজন্য তিনি দারুণ আনন্দিত। ভিডিওতে লিসার সঙ্গে তার চার বছরের ছেলে জ্যাককেও দেখা গেছে।

তিনি আরও জানান, কন্যা সন্তানের আগমনের খবরে তার পরিবারের উত্তেজনা রয়েছে। সবাইকে নতুন অতিথিকে দেখার জন্য অধীর অপেক্ষায়। তবে তার কন্যা সন্তানের আগমনের সময়টি তিনি উল্লেখ করেননি।

লিসা হ্যাডন এবং ডিনো লালবাণী ২০১৬ সালের বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তারা প্রায় এক বছর প্রেম করেছিলেন। তাদের দুই ছেলের মধ্যে জ্যাকের জন্ম ২০১৭ এবং লিওর জন্ম তার কয়েক বছর পর।  

লিসাকে সর্বশেষ ‘এই দিল হে মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি পরিচালনা করেন করণ জোহর।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।