ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঋষি কাপুরের ভাই অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ঋষি কাপুরের ভাই অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন রাজীব কাপুর

বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন গত বছরের এপ্রিলে। তার মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার আগে আবারও কাপুর পরিবারের শোক নেমে এলো।

চলে গেলেন ঋষি কাপুরের ছোট ভাই অভিনেতা রাজিব কাপুর।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজিব কাপুর।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজিব কাপুর হৃদরোগে আক্রান্ত হলে তার বড় ভাই রণধীর কাপুর সঙ্গে সঙ্গে তাকে বাসার কাছে চেম্বুরের ইনলাক্স হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

রাজিব কাপুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই রণধীর কাপুর বলেন, আমি আমার ছোট ভাই রাজিবকে হারালাম। সে আর বেঁচে নেই। চিকিৎসক অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হলো। এখন হাসপাতালে তার মরদেহের অপেক্ষা করছি।  

১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান রাজিব কাপুর। এরপর ‘রক জান হ্যান হাম’ সিনেমা করেও প্রশংসা পান তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছিল তার। বড় ভাই ঋষি কাপুরকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘প্রেম গ্রন্থ’।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।