ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান বাবা-মার সঙ্গে তারিন

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান (৮০) মারা গেছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

তারিনের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। ফেসবুকে তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে তারিন জাহান ফেসবুকে বাবার জন্য সবার কাছে দোয়া চান। তিনি জানান, ৪৭ দিন লড়াই করার পর গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে ফের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুর খবরটি আসে।

জানা যায়, তারিনের বাবা মো. শাহজাহান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এর আগে গত ডিসেম্বরে তাকে গুরুত্ব অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।