ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিষণ্নতা আর কান্নাকাটিতে আচ্ছন্ন আমির-কন্যা ইরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বিষণ্নতা আর কান্নাকাটিতে আচ্ছন্ন আমির-কন্যা ইরা ইরা খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খানের একমাত্র মেয়ে ইরা খানের বিষণ্নতায় ভোগার খবর বেশ পুরনো। তবে ইরা যে এখনও কঠিন পরিস্থিতি থেকে বের হতে পারেননি, বরং কান্নাকাটি করেই কাটে তার সময় তা আবারও প্রকাশ্যে এলো।

 

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে কালো চশমায় চোখ ঢেকে রেখেছিলেন ইরা। কারণ, আপাত দৃষ্টিতে তাকে হাসিখুশি দেখালেও বিন্দুমাত্র খুশি ছিলেন না তিনি।  

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ইরা জানান, এটি একটি সুখী ও ইতিবাচক ভিডিও নয়, আবার এটা কোনো অসুখী ও নেতিবাচক ভিডিও নয়। তিনি নিয়মিত ভিডিও পোস্ট করতে চেয়েছিলেন যাতে অনুরাগীরা পুরো বিষয়টা বুঝতে পারেন।  

ইরা যে মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন তা লুকিয়ে রাখেননি। নিজের পরিস্থিতির কথা বোঝাতে বলেছেন, 'আমি কাজে যেতাম। কাজ করেই যেতাম। বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম। পরদিন উঠে ফের কাজে যেতাম। '

ইরার কথায়, ‘আমি বিয়েতে অংশ নিতে চেয়েছিলাম। কারণ শুধু বিছানায় বসে কাঁদতে চাইনি। তবে আমি অনেক ঘুমিয়েছি। ’ 

বর্তমান মানসিক অবস্থার কথা জানিয়ে ইরা খান বলেছেন, ‘আমি ঠিক আছি তবে আমি এখনো অনেক কাঁদছি। ’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ira Khan (@khan.ira)

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।