ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিশো এবার ‘দেবদাস’! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিশো এবার ‘দেবদাস’!  নাটকের দৃশ্যে আফরান নিশো

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে নিশোর। রেস্টুরেন্টে বসে শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন তিনি।

বিষয়টা লক্ষ্য করছিল রেস্টুরেন্টের কর্মী কনিকা। এক পর্যায়ে এই তরুণী এসে নিশোর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

তাকে বোঝানোর চেষ্টা করেন, আজকাল ব্রেকআপ হলে এভাবে কান্নার কিছু নেই, এটা সাধারণ একটা বিষয়। কনিকার নিজেরও ব্রেকআপ হয়েছে একদিন আগে। সে মোটেও কান্নাকাটি করছে না। কিন্তু কিছুতেই মন মানছে না নিশোর!

এদিকে প্রেমিকাকে ফিরিয়ে আনতে মামার পরামর্শে মদের বোতলে পানি ভরে রাতের বেলা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে মাতালের ভান করেন নিশো। পুলিশের সামনে পড়লে পুলিশ তাকে ধরে নিয়ে যায়-এমন হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘দেবদাস ২.০’।  

গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালন করেছেন মেহেদী হাসান জনি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও সাবিলা নূর। রয়েছেন আরও অনেকে।

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘দেবদাস ২.০’ শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।