ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসি মুখে করোনার টিকা নিলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
হাসি মুখে করোনার টিকা নিলেন চঞ্চল চৌধুরী টিকা নিচ্ছেন চঞ্চল চৌধুরী

এবার করোনা ভাইরাসের টিকা নিয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি নিজে টিকা নিয়ে অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেতা টিকা নেন। টিকা নেওয়ার সময়কার ছবি প্রকাশ করে বিষয়টি সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী ফেসবুকে লেখেন, ‘হাসি মুখে করোনা ভ্যাকসিন গ্রহণ...ভ্যাকসিন (টিকা) নিন, সুরক্ষিত থাকুন। সবার জন্য ভালোবাসা’।

একই দিন সকালে টিক নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীরসহ তাদের পরিবারের মোট ৯ সদস্য। এই তারকা দম্পতি টিকা নেওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়া বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।