ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মান্নার স্বকীয়তাকে মিস করেন শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
মান্নার স্বকীয়তাকে মিস করেন শাকিব খান শাকিব খান ও মান্না

প্রয়াত চিত্রনায়ক মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। মান্না না থাকার অভাববোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে শাকিব খান লিখেছেন, ‘আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন। ’

চলচ্চিত্রে একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন মান্না ও শাকিব। তাই প্রিয় সহকর্মীর মৃত্যুবার্ষিকীর আবেদন একটু বেশিই বলিউডের কিং খানের।  

উল্লেখ্য, নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি অকালেই পাড়ি জমান না ফেরার দেশে।

আরও পড়ুন: মান্না নেই ১৩ বছর

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।