ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অলক্ষ্মী বিদায়’ করতে বিজেপিতে যোগ দিচ্ছেন হিরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
‘অলক্ষ্মী বিদায়’ করতে বিজেপিতে যোগ দিচ্ছেন হিরণ অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

রুদ্রনীল, যশ, সৌমিলি, পাপিয়া অধিকারীর পর আবারও বিজেপির তারকা প্রাপ্তি। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

 

বাংলায় লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে। অলক্ষ্মীর প্রভাব পড়েছে। সেই অলক্ষ্মীকে দূর করে লক্ষ্মী আনাই তার মূল লক্ষ্য। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে এমনই মন্তব্য করেছেন টলিউড অভিনেতা হিরণ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিজেপিতে যোগদান করবেন হিরণ। পশ্চিমবঙ্গের কাকদ্বীপের সভায় অমিত শাহর উপস্থিতিতে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। এর আগে যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন হিরণ।

টলিউডে চলছে রঙ বদলের ঝড়। একদিন আগেই অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ একঝাঁক তারকা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। আর এবার, ফের ধাক্কা শাসক শিবিরে। তৃণমূল ছাড়ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।