ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১১ বার হজ করেছেন, আরেকবারের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
১১ বার হজ করেছেন, আরেকবারের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল এটিএম শামসুজ্জামান

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান শুধু বিনোদন অঙ্গনে নিবেদিত ছিলেন না। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন ধর্মপ্রাণ।

 

জীবদ্দশায় ১১ বার হজে গিয়েছেন এটিএম শামসুজ্জামান। মক্কা ও মদিনার প্রেমে পড়েছিলেন তিনি। তাই আরও একবার হজে যাওয়ার ইচ্ছা ছিল তার।  

বসুন্ধরা আবাসিক এলাকায় তার মেয়ের বাসায় বসে সাংবাদিকদের এ ইচ্ছার কথা নিজেই জানিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু সেটা অপূর্ণই থেকে গেল।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ০৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে বরেণ্য এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নতুন আর কোন সিনেমা বা নাটকে দেখা যাবে না তার অনবদ্য অভিনয়।

আরও পড়ুন: >>চলে গেলেন এটিএম শামসুজ্জামান

>>এটিএম শামসুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবন

>> এটিএম শামসুজ্জামানের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

>>হৃদয়ে বেঁচে থাকবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।