ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পর্দায় খারাপ মানুষটা বাস্তবে অনেক ভালো ছিলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
পর্দায় খারাপ মানুষটা বাস্তবে অনেক ভালো ছিলেন এটিএম শামসুজ্জামানকে বিদায় জানাতে আসেন অভিনেত্রী আনোয়ারা

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে অনেক ভালো মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এটিএম শামসুজ্জামানকে শেষবারের মতো দেখতে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে এই অভিনেতার বাড়িতে উপস্থিত হন অভিনেত্রী।

আনোয়ারা বলেন, 'উনি সাধারণত ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। পর্দার খারাপ মানুষের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে অনেক ভালো মানুষ ছিলেন। উনার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। তা বলে শেষ করা যাবে না।  

বরেণ্য অভিনেতার রুহের মাহফিরাত কামনা করেন আনোয়ারা।  

এছাড়াও এটিএম শামসুজ্জামানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন বৃন্দাবন দাশ, শাহানাজ খুশি, দীপু হাজরা, ইলিয়াস কাঞ্চন, এস এ অলিকসহ আরও অনেকে।

আরও পড়ুন: >>চলে গেলেন এটিএম শামসুজ্জামান

>>এটিএম শামসুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবন

>> এটিএম শামসুজ্জামানের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

>>হৃদয়ে বেঁচে থাকবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।