ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাঙছে কিম কার্দাশিয়ানের সংসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ভাঙছে কিম কার্দাশিয়ানের সংসার কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টে

ভেঙেই যাচ্ছে রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান ও র‌্যাপার কেনি ওয়েস্টের সংসার। ইতোমধ্যে তালাক চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন কিম।

 

সাত বছরের বিবাহিত জীবনে এই দম্পতির ঘরে রয়েছে চার সন্তান।

কয়েক মাস ধরে দাম্পত্য জটিলতার গুঞ্জনের পর সেলিব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনে।

জানা যায়, ৪০ বছর বয়সী কিম সন্তানদের আইনি ও শরীরীভাবে নিজের জিম্মায় রাখতে অনুরোধ করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেনি ওয়েস্ট।  

এ তারকা দম্পতি সারা বিশ্বে খুবই পরিচিত ও নিজ নিজ কাজের ক্ষেত্রে সফল।

২০০৭ সালে নিজের পরিবারের ওপর নির্মিত রিয়্যালিটি শো নিয়ে পরিচিতি পান কিম। তখন থেকেই জনপ্রিয় ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নামের অনুষ্ঠান। এর সর্বশেষ সিরিজ প্রচার হবে আগামী বছর।

কিম-কেনি দম্পতির প্রথম কন্যা সন্তান নর্থ ২০১৩ সালের জুনে জন্ম নেয়। পরের বছর সান ফ্রান্সিসকোর বেসবল স্টেডিয়াম ভাড়া করে কিমকে বিয়ের প্রস্তাব দেন কেনি।  

২০১৪ সালের মে মাসে তারা বিয়ে করেন। তাদের দ্বিতীয় সন্তান সেন্ট ওয়েস্টের জন্ম ২০১৫ সালে। পরে কিমের শারীরিক জটিলতার কারণে সারোগেসির মাধ্যমে নেন দুই সন্তান শিকাগো ও সালম।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।