ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আর্তনাদ’ দিয়ে ৮ বছর পর রাজুর পরিচালনায় সাইমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
‘আর্তনাদ’ দিয়ে ৮ বছর পর রাজুর পরিচালনায় সাইমন জাকির হোসেন রাজু ও সাইমন সাদিক

নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক সাইমন সাদিকের। এরপর একই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমায় দারুণ সাফল্য পান এই অভিনেতা।

 

মাঝে আট বছর আর রাজুর পরিচালনায় দেখা যায়নি সাইমনকে। তবে দীর্ঘদিন পর আবারও তারা দু’জন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি রাজুর ‘আর্তনাদ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক।

এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সঙ্গে আবার সিনেমায় কাজ করা সুযোগ পাবো। অবশেষে সেই আর্তনাদের অবসান হলো, ‘আর্তনাদ’ চলচ্চিত্রের মাধ্যমে। আমার ওস্তাদ জাকির হোসেন স্যারের চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম, আলহামদুলিল্লাহ্‌’।

তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।  

‘আর্তনাদ’ সিনেমায় সাইমনের বিপরীতে নায়িকা কে থাকবে তা এখনো জানানো হয়নি। তবে খুব শিগগিরই বাকি অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ করে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।