ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহীদের সুরে ৩ গানে ঐশীর কণ্ঠ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
শহীদের সুরে ৩ গানে ঐশীর কণ্ঠ ফাতিমা-তুয-যাহুরা ঐশী

এস আই শহীদের সুরে নতুন তিন গানে কণ্ঠ দিয়েছেন ফাতিমা-তুয-যাহুরা ঐশী। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন সালমান যাইম।

 

‘প্রেমোবাঁশি’, ‘আদর করিয়া’ ও ‘বাতাস ভরিয়া’ শিরোনামের গানগুলোর কথা লিখেছেন যথাক্রমে মাহমুদ মুরাদ, আব্দুল মুকিত এবং আবুল হোসেন জীবন। এরই মধ্যে আদর করিয়া গানটি আরএম বাউল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে সম্প্রতি। অন্য দুটি গান প্রযোজনা প্রতিষ্ঠান কাঙাল মিউজিক এবং লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পাবে বলে জানানো হয়।  

‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় প্লেব্যাক করে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফাতিমা-তুয-যাহুরা ঐশী। তিন গান নিয়ে এই গায়িকা বলেন, শহীদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। এবারের প্রতিটি গান আলাদা রকমের হয়েছে। কথা আর সুরের একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে।  

এস আই শহীদ জানান, ঐশীর সঙ্গে এর আগেই তিনি বেশকিছু কাজ করেছেন। সেই কাজগুলো করে ভালো সাড়া পেয়েছিলাম। আর এই বিষয়টি মাথায় রেখেই নতুন কাজগুলো করলেন। গান তিনটি শুনে শ্রোতারা নিরাশ হবেন না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।