ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজেপিতে যোগ দিলেন পায়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
বিজেপিতে যোগ দিলেন পায়েল

বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতেই বিজেপির পতাকা হাতে তুলে নেন কলকাতার এই নায়িকা।

 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্যে দল বদলের পালা অব্যাহত। রুদ্রনীল ঘোষ থেকে যশ দাশগুপ্তরা যখন বিজেপিতে যোগ দেন, সেই সময় তৃণমূল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষরা। এ নিয়ে আলোচনা চলছেই।  

বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী সায়নী ঘোষ যখন বুধবার তৃণমূলে কংগ্রেসে যোগ দেন, সেই সময় একের পর এক মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে নিয়ে পাল্টা মুখ খোলেন শ্রীলেখা মিত্র।

যদিও তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সায়নী এখনও প্রকাশ্য মুখ খোলেননি। তবে তৃণমূলে যোগ দিয়ে 'বাংলা ঘরের মেয়েকেই চায়' বলে মন্তব্য করেন সায়নী। কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই বিজেপির গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।