ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওজন কমিয়ে পর্দায় ফিরতে চান ফারদিন খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ওজন কমিয়ে পর্দায় ফিরতে চান ফারদিন খান ফারদিন খান

সুপারহিট হিন্দি সিনেমা ‘নো এন্ট্রি’র সিকুয়েল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক আনিস বাজমি। আর এই সিনেমা দিয়ে পর্দায় ফিরতে ইচ্ছা প্রকাশ করেছেন দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা বলিউড তারকা ফারদিন খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ফারদিন তার ওজন কমিয়ে নিজেকে প্রস্তুত করার ব্যাপারে মন স্থির করেছেন। খুব শিগগিরই তিনি পর্দায় ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে আনিস বাজমির ‘নো এন্ট্রি’র সিকুয়েল হতে পারে তার প্রত্যাবর্তনের বাহন। প্রযোজক বনি কাপুরের সবুজ সংকেত পেলেই তিনি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।  

এরই মধ্যে সিনেমাটির স্ক্রিপ্ট সম্পন্ন করেছেন পরিচালক। সিকুয়েলের নাম দিয়েছেন ‘নো এন্ট্রি মাইন এন্ট্রি’। এর আগে কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’তে সালমান খান ও অনিল কাপুরের সঙ্গে ফারদিন খানকেও অভিনয় করতে দেখা যায়। শোনা যাচ্ছে, সিকুয়েলে তারা তিনজন আবারও একসঙ্গে হাজির হবেন।

গত বছরের ডিসেম্বরে ফারদিনকে নির্মাতা মুকেশ ছাব্রার অফিসে দেখা গেছে। তখন এই নির্মাতা জানান, ফারদিন খান অভিনয় ফেরার সুযোগ খুঁজছেন।  

চার বছর আগে অতিরিক্ত ওজন নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ফারদিন খান। তখন তিনি খবরের শিরোনামে চলে আসেন।  

১৯৯৮ সালে নির্মাতা ফিরোজ খানের ছেলে ফারদিন বাবার পরিচালিত ‘প্রেম আগান’র মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন। তাকে সর্বশেষে দেখা গেছে ২০১০ সালের ‘দুলহা মিল গ্যায়া’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।