ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাকে নিয়ে আজমির শরীফ গেলেন সারা আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
মাকে নিয়ে আজমির শরীফ গেলেন সারা আলী খান মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা আলী খান

বলিউড অভিনেত্রী সারা আলী খান তার মা অমৃতা সিংকে নিয়ে রাজস্থানের আজমির শরীফ দরগাহতে গিয়েছেন।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সেখানে পৌঁছে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সারা।

ছবির ক্যাপশনে সবাইকে ‘জুম্মা মোবারক’ জানান তিনি।

তারা দু’জনই মিলিয়ে সবুজ রঙের পোশাক পরেছেন। স্বাস্থ্যবিধি মানতে পরেছেন মাস্কও। আজিম শরীফ দরগার সামনে দাঁড়িয়ে মা-মেয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। আরেকটি ছবিতে তাদের মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।  

এর আগেরদিন সারা আলী খান এবং অমৃতা সিং কিছু দর্শনীয় স্থান দেখতে জয়পুরের দিকে যাত্রা করেন। তখন সারা তার ইনস্টাগ্রামের স্টোরিতে আমের ফোর্ট এবং হাওয়া মহলের ছবি পোস্ট করেন।

ফেব্রুয়ারির শুরুতে সারা ভাই ও ঘনিষ্ঠজনদের নিয়ে তার মায়ের জন্মদিন উদযাপন করেন। মাকে সারপ্রাইজ দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন ‘সিম্বা’খ্যাত এই অভিনেত্রী।  

সারা আলী খানকে সর্বশেষ ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ দেওয়ান। এছাড়া এই অভিনেত্রীর আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘আতরঙ্গি রে’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আরও রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।