ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ বচ্চনের চোখে লেজার সার্জারি সম্পন্ন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
অমিতাভ বচ্চনের চোখে লেজার সার্জারি সম্পন্ন  অমিতাভ বচ্চন

হঠাৎ করে সামাজিক মাধ্যমে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন জানান, তার একটি সার্জারি হতে চলেছে। তবে পোস্টে বিস্তারিত কিছু লেখেননি তিনি।

এতে করে অমিতাভের ভক্তরা বেশ চিন্তায় পড়ে যান।

তবে ভয়ের কিছু নাই। তেমন জটিল কোনো সমস্যায় ভুগছেন না ৭৮ বছর বয়সী এই অভিনেতা। তার চোখে লেজার সার্জারি করা হয়েছে। একদিন বিশ্রাম নিয়ে আগামীকাল সোমবার (১ মার্চ) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানা গেছে।  

বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে নিশ্চিত করেছে অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু। তিনি জানান, এটা বড় কিছু ছিল না। শুধুমাত্র চোখে লেজার সার্জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

আরও পডুন> সার্জারি হবে, আর লিখতে পারছি না: অমিতাভ বচ্চন

এর আগে সামাজিক মাধ্যমে ‘বিগ বি’ লেখেন, ‘স্বাস্থ্যের পরিস্থিতি... অপারেশন... কিছু লিখতে পারছি না। ’

এরপরই কিংবদন্তি এই অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে যান অনুরাগীরা।

গত বছরের মাঝামাঝিতে অমিতাভ বচ্চনসহ তার পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হন। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাইয়ের পাশাপাশি করোনা পজিটিভ হন ছোট্ট আরাধ্যও। ঐশ্বরিয়া এবং আরাধ্য হোম আইসোলেশনে থাকলেও অমিতাভ বচ্চন এবং অভিষেককে ভর্তি হতে হয় হাসপাতালে। এরপর সুস্থ হয়ে বিগ বি আবার শুটিং ফ্লোরেও ফেরেন। সম্প্রতি নতুন সিনেমা ‘মেডে’র শুটিং করছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।