ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওটিটির জন্য সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ওমর সানী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ৩, ২০২১
ওটিটির জন্য সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ওমর সানী ওমর সানী

ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। তবে নিজের প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহের জন্য নয়, ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করতে যাচ্ছেন এই তারকা।

ওমর সানী পরিচালিত প্রথম সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ‘মাতৃত্ব’খ্যাত নির্মাতা জাহিদ হোসেন।  

বাংলানিউজের সঙ্গে আলাপে ওমর সানী বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছি। বিষয়টি এখনো প্রস্তুতি পর্যায় আছে। সিনোপসিস রয়েছে আমার কাছে, তবে এখনো চিত্রনাট্যের কাজ চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির কাজ পুরোদমে শুরু করার ইচ্ছে আছে। ’

তিনি আরও বলেন, ‘আমি মূলত নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণ করব। এটা গতানুগতিক বাণিজ্যিক সিনেমা হবে না। এ ব্যাপারে আমার ছেলে স্বাধীন অনেক সাহায্য করবে। সে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপর পড়াশোনা করেছে এবং হলিউডেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ’
 
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, ওমর সানীর প্রথম সিনেমার নাম ‘বাঘিনী’ আর এতে অভিনয় করবেন মৌসুমী। এ প্রসঙ্গে ‘কুলি’খ্যাত এই নায়ক বলেন, ‘এই তথ্যটি ভুল। আমি যে সিনেমাটি পরিচালনা করব সেটার নাম ‘বাঘিনী’ না। এই সিনেমাটি অন্য আরেকজন নবাগত পরিচালকের। আমার সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চাচ্ছি না। ’

জানা যায়, ওমর সানী ও মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ ঘর থেকে সিনেমাটি নির্মাণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।