ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মীমের ‘বুড়া জামাই’ জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৩, ২০২১
মীমের ‘বুড়া জামাই’ জাহিদ হাসান জাহিদ হাসান ও মীম মানতাশা

গত বছর ঈদে ছোট পর্দায় প্রচার হয় নাটক ‘বুড়া জামাই’। নাটকটি জনপ্রিয়তা পাওয়ায় আসন্ন ঈদে আসছে এর সিক্যুয়েল ‘বুড়া জামাই ২’।

৭ পর্বের বিশেষ ধারাবাহিকটিতে অভিনেত্রী মীম মানতাশার স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসানকে।  

টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহান আহমেদ রুবেল ও হানিফ খান।  

নাটকের গল্পে দেখা যায়, ফরহাদ ও দিয়ার সুখের সংসার। একদিন ফরহাদের খালা সেফালী বেগম তার মেয়ে সুরভীকে নিয়ে বেড়াতে আসেন তাদের বাড়িতে। খালার অনেক শখ ছিল ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিবেন, কিন্তু ফরহাদ কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলায় তিনি প্রচণ্ড কষ্ট পান। সেফালী বেগম দিয়াকে একেবারেই দেখতে পারেন না। বিভিন্ন অজুহাতে তিনি দিয়ার ভুল ধরতে চেষ্টা করেন এবং অপমান করেন। তার মনে এখনও ইচ্ছা কোনোভাবে দিয়াকে বিদায় করে দিতে পারলে ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিতে পারবেন! এভাবে এগিয়ে যাবে ‘বুড়া জামাই’ নাটকের গল্প।  

এতে ফরহাদ চরিত্রে জাহিদ হাসান ও দিয়া চরিত্রে মীম মানতাশাকে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান, সাজু খাদেম, মানসী প্রকৃতি, শিরিন আলম প্রমুখ।  

ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন ‘বুড়া জামাই’ রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।