ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে বিটিভির পর্দায় বিশেষ চার নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ৫, ২০২১
ঈদে বিটিভির পর্দায় বিশেষ চার নাটক

ভিন্নধর্মী গল্পে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিশেষ চারটি নাটক প্রচার হবে। নাটকগুলো হলো- ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, ‘বিবাহ বিভ্রাট’ও ‘আহ্লাদে আটখানা’।

বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে উপজীব্য করে নাটকটির গল্প গড়ে উঠেছে।

ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। মাসুম রেজার রচনায় এটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকারসহ অনেকে।

রেজাউর রহমান ইজাজের রচনায় ও আবু তৌহিদের প্রযোজনায় ঈদের ২য় দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচার হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। এতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান প্রমুখ। করোনাকালে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে গিয়ে বর ও কণের বিভ্রাটে পড়ার গল্পে দেখা যাবে এই নাটকে।

মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমানসহ আরও অনেকে। এই গল্পে তিন মেয়েকে নিয়ে আকবর নামের এক রাগী ব্যক্তির সংসারের নানাচিত্র উঠে আসবে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।