ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আসিফ আকবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ৫, ২০২১
খালেদা জিয়ার সুস্থতা কামনায় আসিফ আকবর আসিফ আকবর ও হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা চলছে তার।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি করোনামুক্ত হয়ে দ্রুত ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন এই তারকা।

আসিফ আকবর তার ফেসবুক পেজে লেখেন, ‘প্রাণপ্রিয় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারো বিজয়ীর বেশে আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। করোনার ভয়াল থাবা থেকে মহান আল্লাহ আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। শতকোটি মজলুমের দোয়া আপনার জন্য রয়েছে ম্যাডাম। ’

তিনি আরও লেখেন, ‘সাধারণ মানুষ থেকে শুরু করে বৈরী রাজনৈতিক প্রতিপক্ষও আপনার সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া চাইছেন। অনেক দিয়েছেন দেশকে। মাত্র বত্রিশ বছরে স্বামীহারা আপনি এই বাংলাদেশি জাতীয়তাবাদের ঝাণ্ডা সমুন্নত রেখেছেন। ’ 

জনপ্রিয় এই সংগীতশিল্পী লেখেন, ‘আপনার কাছে আমরা দেশবাসী ঋণী। শুধু চাই আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। কোটি মানুষের মুখে হাসি ফোঁটাবে আপনার সুস্থতা। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি প্রিয় দেশনেত্রী। মহান আল্লাহ আপনার সহায় হউন। আমীন...ভালবাসা অবিরাম। ’

এদিকে, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।  

 

প্রানপ্রিয় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারো বিজয়ীর বেশে আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। করোনার ভয়াল থাবা থেকে...

Posted by Asif Akbar on Tuesday, May 4, 2021

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।