ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদেশিনীর সঙ্গে ঘর বাঁধলেন সোহেল-দিতির ছেলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ৫, ২০২১
বিদেশিনীর সঙ্গে ঘর বাঁধলেন সোহেল-দিতির ছেলে

বিয়ে করলেন ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী। শাফায়েত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।

জানা গেছে, তার স্ত্রী টারা ভ্যান ক্রালিঙ্গেন নেদারল্যান্ডসের নাগরিক। দেশটির রাজধানী আমস্টারডামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে পড়াশোনা শেষে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত।

তবে এই বিয়েতে উপস্থিত হতে পারেননি শাফায়েত চৌধুরীর একমাত্র বোন লামিয়া চৌধুরী। ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে সোহেল-দিতিকন্যা ভাইয়ের বউকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।