ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতালে অরিজিৎ সিংয়ের মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ৬, ২০২১
হাসপাতালে অরিজিৎ সিংয়ের মা

ভালো নেই ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা। গুরুতর অসুস্থ অবস্থায়  তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি জানিয়ে মায়ের জন্য এ নেগেটিভ রক্তদাতার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন এই তারকা। সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নির্মাতা সৃজিত মুখার্জি ও স্বস্তিকা মুখার্জিও রক্তদাতার খোঁজে তার পাশে এসে দাঁড়ান।

জানা যায়, এরইমধ্যে মায়ের জন্য রক্তদাতা পেয়ে গেছেন অরিজিৎ সিং। ইন্ডাস্ট্রির বন্ধু এবং এক স্বেচ্ছাসেবীর মাধ্যমে একাধিক রক্তদাতা পাওয়া গেছে।  

মায়ের অসুস্থতার বিষয়টি এখনো স্পষ্ট করেননি হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় এই গায়ক।  
তবে সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, অরিজিতের মায়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ১০ দিন আগেই জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থার অবনতি হলে পরে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার শরীরে প্লাটিলেট একেবারেই কমে গিয়েছে। যে কারণেই রক্ত দিতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।