ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হয়ে আক্রান্ত হওয়ার খবর জানালেন জোভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ৭, ২০২১
করোনামুক্ত হয়ে আক্রান্ত হওয়ার খবর জানালেন জোভান অভিনেতা ফারহান আহমেদ জোভান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে তিনি করোনামুক্ত হয়ে তারপর ভক্ত-অনুরাগীদের সে খবর জানালেন।

শুক্রবার (৭ মে) জোভান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘কিছুদিন আগে আমার কোভিড পজিটিভ ধরা পড়ে। সাতদিন লড়াই করার পর টেস্টের ফল নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। আমার পরিবার ও বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তারাই সার্বক্ষণিক আমার পাশে ছিল। ’

করোনা মহামারির নতুন স্বাভাবিকের মধ্যে জোভান নিয়মিত শুটিং করে যাচ্ছিলেন। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত বেশকিছু নাটক প্রচার হবে। এরই মধ্যে তিনি বড় একটা ধাক্কা সামলে উঠলেন।  

আরও পড়ুন: ফুটবলার জোভানের প্রেমিকা সাফা!

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।