ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ৮, ২০২১
সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায় অভিনেত্রী সন্ধ্যা রায়

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় বেশ কয়েকদিন ধরেই সর্দি-জ্বরে ভুগছিলেন। করোনা টেস্ট করার পাশাপাশি তাকে দ্রুতই হাসপাতালে ভর্তি করেছেন তার পরিবারের সদস্যরা।

 

প্রাথমিক চিকিৎসায় জানা গিয়েছে বুকে কফ বসে রয়েছে তার। এখন ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। করা হয়েছে কোভিড টেস্ট। সর্দির কারণে বুকে কফ জমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অভিনেত্রীর বয়স ৮০ বছর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

জানা গেছে, প্রথমে তলপেটে ব্যাথা শুরু হয় প্রবীণ এই অভিনেত্রীর। এরপর ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে। হাসপাতাল সূত্র জানায়, তার শারীরীক পরীক্ষা-নিরিক্ষা চলছে। তবে তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।  

এদিকে, বাংলা চলচ্চিত্র জগতের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ টলিপাড়ার শিল্পী ও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শিল্পী তথা কলা-কুশলীরা।

৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। রাজেন তরফদারের 'অন্তরীক্ষ' তার প্রথম ছবি। 'পাশের বাড়ির মেয়ে' 'গঙ্গা', 'মায়ামৃগ', 'পলাতক', 'বাঘিনী', 'আরোগ্য নিকেতন', 'ঠগিনী'-এর মতো ছবিতে তার অভিনয় চিরস্মরণীয়। 'বাবা তারকনাথ' অভিনেত্রীকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। সেই জনপ্রিয়তার জোরেই ২০১৪ সালে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মনোনীত হন। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সদস্য হন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।