ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার মা হলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২২, ২০২১
প্রথমবার মা হলেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল

মাতৃত্বের স্বাদ পেলেন হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। প্রথমবার মা হয়েছেন তিনি।

শনিবার (২২ মে) হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই সংগীত তারকা।

সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি লেখেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনোদিন অনুভব করিনি। শিলাদিত্য (শ্রেয়ার স্বামী), আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ’

খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া। তাকে অভিনন্দন জানিয়েছেন ও নবজাতকের সুস্বাস্থ্য কামনা করেছেন দিয়া মির্জা, নীতি মোহন, সোফি চৌধুরী, অনিরুদ্ধ রায়চৌধুরী, সেলিম মার্চেন্ট, জোনিতা গান্ধী, শেখর রাভজিয়ানির মতো সংগীত জগতের তারকারা।  

এর আগে, মার্চে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান শ্রেয়া ঘোষাল। যেখানে নিজের বেবি বাম্প ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল তাকে। তিনি এবং তার স্বামী শিলাদিত্যের পক্ষ থেকে সন্তানের জন্য সবার কাছে আশীর্বাদ চান।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া ঘোষাল। এতোদিনে তাদের ঘরে এলো নতুন অতিথি।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।