ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

১৩ বছর পর ফিরেও প্রশংসিত অপূর্ব-তিশা জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ২৩, ২০২১
১৩ বছর পর ফিরেও প্রশংসিত অপূর্ব-তিশা জুটি অপূর্ব ও তিশা

এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করেননি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে আলাদাভাবে কাজ করেও দর্শক মাতিয়ে সমান তালে জনপ্রিয়তা ধরে রেখেছেন দু’জনই।

এক সময়ের এই জনপ্রিয় জুটি ১৩ বছর পর ফের একসঙ্গে ঈদ উপলক্ষে কাজ করেছেন ‘রক রবীন্দ্র’ ও ‘অহং’ নামের দুইটি নাটকে। এতদিন পর ফিরেও এই জুটি বেশ প্রশংসা পাচ্ছে।

টেলিভিশনে প্রচারের পর মহিদুল মহিম পরিচালিত ‘রক রবীন্দ্র’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। সেই পুরনো জুটির নতুন কাজে দর্শকদের সাড়াও পাচ্ছে বেশ। একদিনেই নাটকটি ছাড়িয়েছে মিলিয়ন ভিউ।  

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রক রবীন্দ্র’ কাজটিও দর্শকদের ভালো লেগেছে বলে জেনেছি। তিশার সঙ্গে যেহেতু অনেকদিন পর কাজ দর্শকরা এটি আগ্রহ নিয়ে দেখেছেন। ভালো সাড়া পাচ্ছি।

তিশা বলেন, দর্শকরা তাদের ভালোবাসা প্রকাশ করছেন, সত্যি বলতে রেসপন্স দেখে খুব ভালো লাগছে।

পরিচালক মহিম জানান, অপূর্বের সঙ্গে অনেক কাজ করা হলেও তিশা সঙ্গে এটাই তার প্রথম কাজ ছিল।  

অপূর্ব-তিশা ছাড়াও ‘রক রবীন্দ্র’তে আরও অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।