ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা-মার বিচ্ছেদ নিয়ে যা বললেন শ্রুতি হাসান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২১
বাবা-মার বিচ্ছেদ নিয়ে যা বললেন শ্রুতি হাসান  বাবা কমল হাসানের সঙ্গে শ্রুতি হাসান

দক্ষিণ ভারতের সফল অভিনেত্রীদের একজন শ্রুতি হাসান। তিনি অভিনেতা কমল হাসানের মেয়ে।

২০০৪ সালে কমল হাসান ও তার স্ত্রী শারিকা হাসানের বিচ্ছেদ হয়।  

কমল-শারিকার যখন বিচ্ছেদ হয় তখন শ্রুতি ছিল কিশোরী। আর বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘আমি তাদের (শ্রুতির বাবা-মা) আলাদা জীবন যাপনের জন্য খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি খুশি হয়েছি যে তারা আলাদা হয়ে গিয়েছেন। কারণ, একসঙ্গে না থাকতে চাইলে জোর করে দু’জনের থাকার কোনো মানে হয় না। তবে আমি বাবার কাছাকাছিই বেশি থাকি। মা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, তিনি খুব ভালো কাজ করছেন। ’

কমল-শারিকা আলাদা থাকলেও বাবা-মা হিসেব তাদের সেরা হিসেবে মন্তব্য করেছেন শ্রুতি হাসান।  

সম্প্রতি নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত শ্রুতি। ডিজিটাল সিরিজ ‘সালার’তে কাজ করছেন তিনি। তবে করোনার জন্য আপাতত শুটিং বন্ধ রয়েছে।

১৯৮৮ সালে বিয়ে করেছিলেন কমল হাসান ও তার স্ত্রী শারিকা হাসান। তাদের ১৬ বছরের বৈবাহিক জীবনে শ্রুতি ছাড়াও আকশারা হাসান নামে আরেকজন কন্যা সন্তান রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।