ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমায় প্রভাস, যা বললেন পরিচালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২১
‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমায় প্রভাস, যা বললেন পরিচালক প্রভাস

বিশ্ব কাঁপানো ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে এবার নাকি যুক্ত হচ্ছেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অন্যতম অভিনেতা প্রভাস। হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন ‘বাহুবলী’! সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

বর্তমানে প্রভাস ইতালিতে ব্যস্ত সময় পার করছেন তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’-এর শুটিং নিয়ে। এমন সময় হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়েছে ‘মিশন ইম্পসিবল ৭’- এ নাকি অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে প্রভাসকে। ছোট হলেও সেই চরিত্র সিনেমাটির গল্পকে এগিয়ে নিয়ে যাবে বলে দাবি অনেকের।

‘রাধে শ্যাম’র শুটিংয়ে ফাঁকে নাকি ‘মিশন ইম্পসিবল ৭’- এর পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়্যারির সঙ্গে দেখা করেছেন প্রভাস।

তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়ে ক্রিস্টোফার জানালেন প্রভাসের সঙ্গে তার কখনো দেখাই হয়নি! সামাজিক মাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘যদিও তিনি (প্রভাস) একজন অত্যন্ত মেধাবী মানুষ, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি। আর আপনাকে ইন্টারনেটে স্বাগতম। ’ 
 
‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমায় স্পেশাল এজেন্ট ইথান হান্টের ভূমিকায় দেখা যাবে টম ক্রুজকে। প্রাথমিকভাবে সিনেমাটি ২০২১ সালে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে গত বছরের ফেব্রুয়ারিতে এর শুটিং বন্ধ হয়ে যায়। এরপর ওই বছর সেপ্টেম্বরে স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিং শুরু করেন নির্মাতা।

এদিকে, প্রভাসকে পর্দায় সর্বশেষ দেখা যায় ২০১৯ সালে ‘সাহো’তে। তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’-এ বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। এই সিনেমা ছাড়াও প্রভাসের হাতে রয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সালার’। এতে তিনি পর্দা ভাগ করে নেবেন শ্রুতি হাসানের সঙ্গে। এটি শেষ হলে তিনি শুরু করবেন ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং, যা মুক্তি পাবে ২০২২ সালে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মে ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।