ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ছোট ভাই সিরিশের জন্মদিনে আল্লু অর্জুনের ভালোবাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ৩০, ২০২১
ছোট ভাই সিরিশের জন্মদিনে আল্লু অর্জুনের ভালোবাসা

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ছোট ভাই আল্লু সিরিশ জীবনের আরেকটি বছর পার করলেন। রোববার (৩০ মে) তার ৩৪তম জন্মদিন।

প্রিয় অনুজের ৩৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’খ্যাত এই তারকা।  

ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করে আল্লু অর্জুন লেখেন, ‘আমার মিষ্টি ভাইটির জীবনে এই আনন্দময় দিনটি বারবার ফিরে আসুক। সে আমার সবচেয়ে বড় সমর্থনের জায়গা। তোমার সুন্দর একটি দিন এবং একটি বছরের কামনা করছি। ’

এরপর আল্লু অর্জুনের পোস্টটি শেয়ার করে আল্লু সিরিশ ভাইয়ের উদ্দেশ্যে লেখেন, ‘অনেক ধন্যবাদ এএ! আমি আপনার মতো বড় ভাইয়ের স্নেহে বেড়ে উঠতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার সেরা বন্ধু এবং পথপ্রদর্শক। ’

করোনার কারণে আল্লু সিরিশ জন্মদিন বড় করে উদযাপন করতে পারছেন না। শুধুমাত্র পরিবার পর্যন্তই আয়োজন সীমাবদ্ধ থাকছে।
 
এদিকে, সিরিশের ৬ষ্ঠ সিনেমা ‘প্রেমা কাডানতা’র ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। রাকেশ সাসির পরিচালিত সিনেমাটি একটি রোম্যান্টিক কাহিনি অবলম্বে নির্মিত হচ্ছে। এতে সিরিশের বিপরীতে অভিনয় করেছেন আনু এমানুয়েল।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।