ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্লেন দুর্ঘটনায় ‘টারজান’ অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ৩১, ২০২১
প্লেন দুর্ঘটনায় ‘টারজান’ অভিনেতার মৃত্যু ‘টারজান’ চরিত্রের অভিনেতা জো লারা

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’র অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন।  জো লারার বয়স হয়েছিল ৫৯ বছর।

 

ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।  

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানায়, ছোট বাণিজ্যিক জেট প্লেনটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে প্লেনটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

প্লেনটিতে সাতজন আরোহী ছিলেন বলে কেন্দ্রীয় প্লেন চলাচল প্রশাসন নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর শনিবার রাতেই উদ্ধার তৎপরতায় পরিবর্তন আনা হয় বলে আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে কাউকে জীবন্ত উদ্ধারের আশা করছি না।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই টিভি সিরিজ।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।