ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড তারকা বরুণের প্রিয় জেমসের হিন্দি গান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৩১, ২০২১
বলিউড তারকা বরুণের প্রিয় জেমসের হিন্দি গান  বরুণ ও জেমস

ভারতীয় কোনো শিল্পীর গান নয়, বাংলাদেশের গায়কের গানের ভক্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান! এমনটি নিজেই জানিয়েছেন তিনি।  

‘কুলি নাম্বার ওয়ান’খ্যাত এই তারকা ভক্তদের এক প্রশ্নের উত্তরে জানান, বাংলাদেশের রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের একটি হিন্দি গান তার সবচেয়ে প্রিয়।

রোববার (৩০ মে) ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি জানান বরুণ ধাওয়ান। এক ভক্ত বরুণের প্রিয় গান কোনটি, তা জানতে চান। উত্তরে তরুণ এই অভিনেতা বলেন, ‘ভিগি ভিগি’।  

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমাতে নগরবাউল ব্যান্ডের জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি প্রকাশ হতেই তাকে ঘিরে বলিউডে শুরু হয় তোলপাড়। পরের বছর ‘ও লামহে’ সিনেমাতে তিনি গেয়েছেন ‘চল চলে’। ২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’র দুটি গানে কণ্ঠ দেন নগরবাউল। এগুলো হলো ‘রিশতে’ এবং ‘আলবিদা’।

ময়ূর পুরীর কথায় ‘ভিগি ভিগি’গানটির সুর করেছিলেন প্রীতম চক্রবর্তী। অনুরাগ বসুর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যায় ইমরান হাশমি ও কঙ্গনা রনৌতকে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।