ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফটোশুটে নাবালিকাকে গণধর্ষণ, কারাগারে ‘নাগিন’খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ৫, ২০২১
ফটোশুটে নাবালিকাকে গণধর্ষণ, কারাগারে ‘নাগিন’খ্যাত অভিনেতা পার্ল ভি পুরি

সিনেমায় কাজের লোভ দেখিয়ে ফটোশুটে নিয়ে এক ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হিন্দি ‘নাগিন’ সিরিয়ালের অভিনেতা পার্ল ভি পুরির বিরুদ্ধে।

শুক্রবার (০৪ জুন) এই তারকাকে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

শনিবার (০৫ জুন) তাকে আদালতে হাজির করলে ১৪ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করেন মুম্বাই আদালত।  

পার্লের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগটি এনেছেন তারই এক সহকর্মী ও তার স্বামী।  

অভিযোগ বলা হয়, সিনেমায় সুযোগ করে দেওয়ার কথা বলে তাদের ১১ বছরের নাবালিকা মেয়েকে ফটোশুটে নিয়ে যায় পার্ল। এরপর তাকে পার্ল ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে।  

মুম্বাইয়ের ভাসাই থানায় পার্ল ভি পুরির বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় মামলা করা হয়।  

তবে পার্লের ইন্ডাস্ট্রির অন্য সহকর্মীরা তার বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই মেনে নিতে পারছেন না। তার পক্ষে প্রযোজক একতা কাপুর, অভিনেত্রী অনিতা হাসনন্দানিসহ অনেকে টুইট করেছেন।  

মধ্যপ্রদেশে জন্ম পার্ল ভি পুরির। শাহরুখ খানের বড় ভক্ত তিনি, বলিউড ‘বাদশা’কে দেখেই অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।  

২০১৩ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন পার্ল। ‘দিল কি নজর সে খুবসুরত’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে পরিচিতি তিনি। এরপর একাধিক সিরিয়ালে অভিনেতা হিসেবে নজর কেড়েছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন একতা কাপুরের ‘নাগিন ৩’ ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও ‘নাগার্জুনা এক যোদ্ধা’, ‘বেপনহা পেয়ার’, ‘ব্রহ্মরাক্ষস ২’সহ বেশকিছু ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন পার্ল।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।