ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী শাহানাজ খুশির মা আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৬, ২০২১
অভিনেত্রী শাহানাজ খুশির মা আর নেই শাহানাজ খুশি ও তার মা জাহানারা রহমান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহানাজ খুশির মা জাহানারা রহমান মারা গেছেন। রোববার (০৬ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শাহানাজ খুশির দীর্ঘদিনের সহকর্মী ও পারিবারিক বন্ধু অভিনেতা চঞ্চল চৌধুরী।  
 
ফেসবুকে চঞ্চল চৌধুরী লেখেন, ‘জনপ্রিয় অভিনেত্রী শাহানাজ খুশির প্রাণপ্রিয় আম্মা জাহানারা রহমান আজ দুপুরে ইন্তেকাল করেছেন। খুশির মাতৃবিয়োগে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আম্মা বেহেস্তবাসী হোন। ’

মঞ্চ থেকে অভিনয় জীবনের শুরু করেন পাবনার মেয়ে শাহানাজ খুশি। বৈচিত্রময় অভিনয় কৌশল দিয়ে খুব কম সময়েই পর্দার দর্শকের প্রিয় হয়ে উঠেন তিনি।  

খুশি চিত্রনাট্যকার বৃন্দাবন দাসের সহধর্মীনি। এই দম্পতির যমজ দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি ইতিমধ্যে অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছেন।  

শাহনাজ খুশির প্রায় সব নাটকেই তার সহশিল্পী হিসেবে চঞ্চল চৌধুরীকে দেখা যায়। তাদের জুটি দর্শকদের কাছে দারুণ পছন্দের।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।