ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমার ‘প্রেমের বাঁশি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ৭, ২০২১
সালমার ‘প্রেমের বাঁশি’ সালমা

করোনা পরিস্থিতিতে নতুন গানে নিজের পারিশ্রমিক কমিয়েছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। এজন্য বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।

সম্প্রতি কম পারিশ্রমিকেই ‘প্রেমের বাঁশি’ শিরোনামে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই ক্লোজআপ ওয়ান তারকা। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন কণ্ঠশিল্পী জয়।

সম্প্রতি সালমা ও জয় গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী এবং মিউজিক সুমন কল্যাণের।

নতুন গানটি প্রসঙ্গে সালমা বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছি, একদিনে দুই-তিনটি গানেরও রেকর্ড করেছি! প্রতিটা গান নিয়ে আমার ফেসবুক পেজে লাইভ করা আছে। করোনার এ সময়ে নেপথ্যের মানুষগুলোকে কাজের মধ্যে রাখতেই একটার পর একটা গান করছি।  

কণ্ঠশিল্পী জয় বলেন, প্রায় দেড় যুগ পর ফিরে এতোটাই সাড়া পেলাম যে গানে আবার নিয়মিত হয়ে গেলাম। আগামী ঈদে আমার গাওয়া একাধিক গান প্রকাশ পাবে বলে আশা করছি

জানা যায়, সাউন্ড টেকের ব্যানারে ‘প্রেমের বাঁশি’ গানটি শিগগিরই প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।