ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিককে বিয়ে করলেন ইভলিন শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ৭, ২০২১
প্রেমিককে বিয়ে করলেন ইভলিন শর্মা ইভলিন শর্মা ও তুষাণ ভিন্দি

২০১৮ সালে অস্ট্রেলিয়ার দন্ত চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে পরিচয় হয় বলিউড অভিনেত্রী ইভলিন শর্মার। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

এরপর ২০১৯ সালে বাগদান সারেন তারা।

দুই বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন ইভলিন ও তুষাণ। গত ১৪ মে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্রিসবানে এই দম্পতি বিয়ের পাঠ চুকিয়েছেন। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে সুখবরটি নিজেই জানালেন।

ছবিতে সাদা বিয়ের গাউনে দেখা গেছে ইভলিনকে। তুষাণ পরে ছিলেন ফর্মাল স্যুট।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভলিন বলেন, নিজের সেরা বন্ধুকে বিয়ে করার মতো আর কোনো ভালো অনুভূতি হতে পারে না। আমরা আইনি প্রক্রিয়ায় বিয়ে করার পর তা উদযাপন করেছি। আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের, আশেপাশের সকলকে খুব ভালবাসি। তাঁদের আশীর্বাদ এবং ভালবাসা নিয়ে জীবন কাটাতে চাই।

ভবিষ্যতে সামাজিক ভাবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই দম্পতি।  

রণবীর সিং অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ইয়ারিয়ান’র মতো সিনেমায় অভিনয় করেছেন ইভলিন শর্মা। এই জার্মান মডেলকে প্রভাসের ‘সাহো’ সিনেমাতেও দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।