ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মা হওয়ার পর অভিনয় ছেড়ে দিলেন অনিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ১২, ২০২১
মা হওয়ার পর অভিনয় ছেড়ে দিলেন অনিতা অনিতা হাসানন্দানি রেড্ডি

গত ফেব্রুয়ারিতে প্রথমবার মা হয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানন্দানি রেড্ডি। ৩৯ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

বর্তমানে ছেলে ও সংসার নিয়েই কাটছে এই তারকার সময়।

মা হওয়ার পর অনিতাকে বেশ কিছুদিন পর্দার সামনে কাজ করতে দেখা গেছে। তবে হুট করেই এই অভিনেত্রী জানালেন, অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। এখন থেকে শুধু সন্তানকে নিয়েই ব্যস্ত থাকবেন।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনিতা বলেন, ‘অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার আগে থেকেই ইচ্ছা ছিলে সন্তান জন্ম নেওয়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। সত্যি বলতে, কাজের কথা এখন সবার পরে মাথায় আসে’।

টেলিভিশনের কাজে ফিরলে অনেকটা সময় তাকে দিতে হবে, যেটার জন্য তিনি এখন একেবারেই প্রস্তুত নন বলেও জানিয়েছেন।  

২০১৩ সালে প্রেম করে রোহিত রেড্ডিকে বিয়ে করেন অনিতা। এরপর থেকেই চলছে তাদের সুখের সংসার। একতা কাপুরের ‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকে শগুন অরোরার চরিত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন অনিতা। এছাড়াও ‘নাগিন’, ‘কাভি সওতান কাভি সহেলি’ ও ‘কাব্যাঞ্জলিত’-এ অভিনয় করেছেন তিনি।  

তেলেগু, কন্নড় ও হিন্দি সিনেমাতেও কাজ করেতে দেখা গেছে অনিতাকে। ‘কৃষ্ণা কটেজ’ ও ‘হিরো’ সিনেমায় তার অভিনয় সবার নজর কেড়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।