ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে ‘রিভেঞ্জ’, ফার্স্টলুকে ধরা দিলেন রোশান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ১২, ২০২১
ঈদে আসছে ‘রিভেঞ্জ’, ফার্স্টলুকে ধরা দিলেন রোশান 'রিভেঞ্জ'র পোস্টারে রোশান

শুটিং শুরুর আগের দিন প্রকাশ পেল ‘রিভেঞ্জ’ সিনেমার সিনেমাটির পোস্টার। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।

প্রথমবারের মতো জুটি বেঁধে ‘রিভেঞ্জ’-এ অভিনয় করছেন জিয়াউর রোশান ও শবনম বুবলী। শনিবার (১২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির শুটিং শুরু হয়েছে।  

এর আগে শুক্রবার (১১ জুন) রাতে প্রকাশ পায় রোশানের ফার্স্টলুক পোস্টার। যেখানে কুড়াল হাতে রক্তাক্ত শরীরে বীভৎস রূপে ধরা দিয়েছেন তিনি। ফার্স্টলুকটি রোশান নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন।  

সিনেমাটির পরিচালক মো. ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে ফার্স্টলুকে।
 
‘রিভেঞ্জ’-এর প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও মিশা সওদাগর। জানা যায়, নায়িকা বুবলী আগামী ১৬ জুন থেকে শুটিং করবেন। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে।

অ্যাকশন সিনেমা ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।