ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মোটরসাইকেল দুর্ঘটনায় কন্নড় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
মোটরসাইকেল দুর্ঘটনায় কন্নড় অভিনেতার মৃত্যু সঞ্চারি বিজয়

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্চারি বিজয় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৪ জুন) তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুইদিন আগে গত শনিবার (১২ মে) বাইক দুর্ঘটনার কবলে পড়েন সঞ্চারি বিজয়। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এরপর মাথায় গুরুতর আঘাত পান তিনি।  

গত রোববার (১৩ জুন) সঞ্চারির ব্রেনে সার্জারি করা হয়। ২ দিন ধরে তাকে রাখা হয়য় নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে।

সঞ্চারি বিজয়ের ভাই সিদ্ধেশ কুমার জানান, পরিবারের পক্ষ থেকে অভিনেতার শরীরের বিভিন্ন অঙ্গ দান করা হয়েছে।  

২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিটনা’ সিনেমার মধ্য দিয়ে পড় পর্দায় যাত্রা শুরু করেন সঞ্চারি বিজয়। বহুল সমালোচিত ‘নান্নু অভানাল্লা’য় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।