ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নিজের গল্পে সিনেমা নির্মাণ করছেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
নিজের গল্পে সিনেমা নির্মাণ করছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গত বছরের লকডাউনে দারুণ একটি গল্পের প্লট মাথায় আসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অবসর সময় থাকায় সেই প্লটকে গল্পে রূপ দেন তিনি।

আর এই গল্পটি থেকেই সিনেমা বানাতে যাচ্ছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শোনা যাচ্ছে প্রসেনজিতের সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়েছে পদ্মনাভ দাশগুপ্তর উপর। একটি সম্পর্কের গল্প লিখেছেন প্রসেনজিৎ। একজন প্রাপ্ত বয়স্কর সঙ্গে একজন বাচ্চার সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে এতে। সেটিকেই নতুন মোড়কে হাজির করবেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত।  

তবে প্রসেনজিৎ নাকি এখনো ঠিক করেননি আদৌ তিনি সিনেমাটিতে অভিনয় করবেন কিনা। শোনা যাচ্ছে এর প্রযোজনার দায়িত্বে থাকবেন তিনি নিজেই। আর নায়িকা হিসেবে দেখা যেতে পারে শুভশ্রী গাঙ্গুলিকে।

তবে পরিচালক কে থাকবেন তা এখনো ঠিক করা হয়নি এবং নায়িকাকেও সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েনি। চিত্রনাট্য লেখা শেষ হলে নাকি সবকিছু চূড়ান্ত করবেন প্রসেনজিৎ।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্ট, জুন ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।