ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্পটিফাইতে বাবা নিযার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৬, ২০২১
স্পটিফাইতে বাবা নিযার গান বাবা নিযা

তরুণ সংগীতশিল্পী আরনীব মাহবুব ওরফে বাবা নিযা যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত অডিও স্ট্রিমিং সার্ভিস স্পটিফাইতে। তার নতুন গান ‘ও সোনিয়া’ শোনে যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

স্পটিফাইতে গানটি প্রকাশের পর মাত্র চারদিনেই ৫০ হাজারেরও বেশিবার শোনা হয়েছে। ধীরে ধীরে গানটির জনপ্রিয়তা বেড়েই চলছে বলে জানান এই শিল্পী।

এ প্রসঙ্গে বাবা নিযা বলেন, নতুন গানটি পপ ও র‍্যাপ-এর মিশেলে তৈরি করেছি। শ্রোতাদের যাতে বুঝতে কষ্ট না হয় তাই গানের কথাও খুব সহজ করে লেখা। গায়কীটাও ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আমি আরও বেশকিছু গান নিয়ে কাজ করছি। শিগগিরই সেগুলো একে একে প্রকাশ করবো।

এর আগে বাবা নিযার ‘মিস মাভেরিক’ শিরোনামে একটি ইংরেজি গান প্রকাশ পায়। টিকটকে এই গানটির ভিউ হয়েছে ১৭ লাখ। এছাড়া বিশ্বব্যাপী ট্রেন্ডিং চ্যালেঞ্জকে ছাড়িয়ে গেছে এটি। এছাড়া গানটি স্পটিফাইতে সাড়ে ৮ লাখবার শোনা হয়েছে। নিযার প্রথম অ্যালবাম ছিল ‘স্টাক ইন এ লাভলি’।  

ইউটিউব: https://www.youtube.com/c/BABANYZA
 

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।